About

আপনারা প্রায় সবাই জানেন বি সি এস, চাকরী সহ অন্যন্য পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান কতটা গুরুত্বপূর্ন । এই গুরুত্বের দিক বিবেচনা করে মূলত সাইটটি তৈরি করা হয়েছে । আমরা প্রতিদিন অনেক সময় অনলাইনে অপব্যয় করি, তার কিছু সময় যদি এই সাইটে এসে সাধারণ জ্ঞান অধ্যায়ন করি তবে অনেক লাভবান হওয়া যাবে ।


বর্তমান বিশ্ব প্রতিযোগিতায় যতটা চ্যালেন্জিং হচ্ছে, সাধারণ জ্ঞান জানার প্রয়োজনীয়তা ততটা বৃ্দ্ধি পাচ্ছে । এখন আমরা অন্যের সাথে যেকোনো তথ্য আদান প্রদানকরতে গেলেও তার সর্ম্পকে ধারণা থাকাটা জরুরী যা আমরা সাধারণ জ্ঞান থেকে পেয়ে থাকি । এছাড়াও-

⇒সাধারণ জ্ঞান আমাদের নিজস্ব জ্ঞানভান্ডার সমৃদ্ধ করে এবং চিন্তাপোকরণ প্রদান করে ।
⇒যেকোনো বিষয়ে মন্তব্য করতে এবং বিতর্কিত বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে । 
⇒দেশের ও দেশের বাইরের বিভিন্ন সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জ্ঞান প্রদান করে । 
⇒বিজ্ঞানের বিভিন্ন দিক এবং মানব জীবনে বিজ্ঞানের উপযোগিতা সম্পর্কে জ্ঞানার্জন ও কার্যে পরিণত করতে সহায়তা করে । 

সর্বোপরি বাস্তব ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অশেষ । বর্তমানে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষাসহ বি সি এস, ব্যাংক ও অন্যন্য চাকুরীর ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় বিষয় সাধারণ জ্ঞান । সাধারণ জ্ঞান সম্পর্কে অবহিতি এসব প্রতিযোগিতামুলক পরীক্ষায় একজন প্রার্থীকে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে রাখে ।

No comments

Powered by Blogger.