সাধারণ জ্ঞান-অজানা তথ্য



১। স্টিফেন হকিং মারা যান কবে, কত বছর বয়সে?
-১৪মার্চ, ২০১৮। (৭৬ বছর)

২। নেপালে বিদ্ধস্ত বিমানটি কোন মডেলের, বিমানের কোড নম্বর কত?
-US Bangla Airline, Model২১১

৩। ক্রিকেটে সর্বশেষ ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্ত দেশের নাম কী?
- নেপাল

৪। সুখী দেশের তালিকায় বাংলাদেশ কততম? 
– ১১৫তম

৫। দক্ষিণ আফ্রিকার নতুন প্রেসিডেন্টের নাম কী?
- সিরিল রামাফোসা

৬। ২০১৮ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কতজন?-
১৮জন

৭। শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?-
সোমালিয়া

৮। আগামী কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোথায়?
-গোলকোষ্ট , অস্ট্রেলিয়া

৯। স্টিফেন হকিং কোন রোগে আক্রান্ত ছিলেন? 
-Neurone

১০। বর্তমান প্রধান বিচারপতি কে এবং কত তম?
- সৈয়দ মাহমুদ হাসান, ২২ তম।

১১। শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
-লেবুখালী, পটুয়াখালী

১২। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বকনিষ্ঠ অধিনায়ক কে হলেন?
- রাশিদ খান (আফগানিস্তান)

১৩। প্রথম কোন শহর শীতকালীন ও গরমকালীন অলিম্পিক আয়োজন করবে?
– বেজিং

১৪। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রম্প কোন জিনিসকে ব্যান করলেন?
-bumb -stock devices

১৫। সম্প্রতি কোন মুসলিম দেশ মহিলাদের মিলিটারিতে নিয়োগের সম্মতি দিলো?
 -সৌদি আরব

১৬। চতুর্থ প্রজন্মের (ফোর-জি) টেলিযোগাযোগ সেবা চালু হয় কবে? 
৯ফেব্রুয়ারি (২০১৮)

১৭। সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ? 
– নিউজিল্যান্ড

১৮। অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
– সুসান কাইফেল

১৯। দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা  কত?
-২.৬ ডিগ্রী,পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

২০। বাংলাদেশের কোনটিকে ২০১৮ সালের product of the year ঘোষণা করা হয়? 
– ওষুধ

২১। বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি? 
– ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি দেশের ২৯তম আইজিপি।

২২। বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি?
– জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট। এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত।

২৩। বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত?
– ফেনীর মহিপালে। এর মুল দৈর্ঘ্য ৬৯০মিটার। উদ্বোধন করা হয় ৪ জানুয়ারি ২০১৮।

২৪। বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি? 
– South Sdanese Pound(SSP)।

২৫। বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা কত?
- ১৮০টি ।

২৬। বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ, এটি চীনের তৈরি। তার নাম কি?
-AG600

২৭। 2022 সালের শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
- বেজিং , চীন

২৮। বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?
– ৪জন

২৯। মহাগ্রন্থ আল কুরআনের আদলে দেশের প্রথম কুরআন ভাস্কর্য কোথায় তৈরি করা হয়?
 – কসবা,ব্রাহ্মণবাড়িয়া। ভাস্কর্যটির উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। ঢাবির কামরুল হাসান শিপন এটির ডিজাইন করেন।

৩০। SpaceX এর প্রতিষ্ঠাতার নাম কি?
– এলন মাস্ক

৩১। 2018 বিশ্ব ধর্ম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হলো?
 -বিহার

৩২। বাংলাদেশে কোন তারিখে প্রথম মুদ্রার প্রচলন হয়?
-১৯৭৩ সালে বাংলাদেশে সর্বপ্রথম ৫, ১০, ২৫ এবং ৫০ পয়সা মূল্যের ধাতব মুদ্রার প্রচলন করা হয়। ( কাগজের নোট ৪ মার্চ ,১৯৭২)

৩৩। বাংলাদেশের Smart Card কোন দেশে তৈরি হয়?
- ফ্রান্স

৩৪। বিশ্বের প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিলো?
– মিসরের আলেকজান্দ্রিয়াতে

৩৫। বর্তমান অর্থ সচিব কে?
-মোহাম্মদ মুসলিম চৌধুরী
সূত্র: ইন্টারনেট থেকে সংগ্রিহিত

No comments

Powered by Blogger.