বিসিএস ক্যাডার চয়েজ
বিসিএস ক্যাডার চয়েজ |
বিসিএস ক্যাডার চয়েজঃ
চলছে ৪০ তম বিসিএস এর ফর্ম পূরণ। আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর। ফর্ম পূরণের একটি গুরুত্বপূর্ন অংশ হল ক্যাডার চয়েজ। ক্যাডার চয়েজ মূলত আপনার নিজস্ব ইচ্ছা, চাওয়া ও স্বপ্নের উপর নির্ভর করে। এটা সম্পুর্ণ আপনার নিজের উপর নির্ভরশীল। একেক জনের ক্যাডার চয়েজ একেক রকম। সবার আগে বিভিন্ন ক্যাডার এর কাজ ও সুযোগ সুবিধা সম্পর্কে ভাল ধারণা নিবেন এরপর চয়েজ দিবেন। তবে যারা প্রথমবার আবেদন করবেন তাদের জন্য আমি ক্যাডার চয়েজ সম্পর্কে কিছুটা ধারণা দিচ্ছি।
প্রথম ধাপঃ ফরেন, এডমিন, পুলিশ এই তিনটার যে কোন একটা প্রথম দিতে পারেন। তবে প্রথমে ফরেন না দিলে সেটা আর না দেওয়াই ভাল।
দ্বিতীয় ধাপঃ ট্যাক্স, কাস্টমস, ইকোনমিক, অডিট, আনসার। এগুলো প্রথম তিনটার পরে দিবেন। সুযোগ সুবিধা জেনে এই পাচঁটির মধ্যে আগে পরে দিলে কোন সমস্যা নেই।
তৃতীয় ধাপঃ খাদ্য, সমবায়, ডাক, তথ্য, রেলওয়ে এগুলো তৃতীয় ধাপে দিবেন। এই ক্যাডার গুলোর সুযোগ সুবিধা প্রায় একই।
শেষ ধাপঃ যারা বোথ ক্যাডারে এপ্লাই করবেন তারা সাধারণ শিক্ষা ক্যাডার অবশ্যই শেষে দিবেন।
নমুনা ক্যাডার চয়েজঃ
১। ফরেন
২। এডমিন
৩। পুলিশ
৪। ট্যাক্স
৫। কাস্টমস
৬। ইকোনমিক
৭। অডিট
৮। আনসার
৯। খাদ্য
১০। সমবায়
১১। ডাক
১২। তথ্য
১৩। রেলওয়ে
১৪। সাধারণ শিক্ষা
আপনি চাইলে আপনার মত করে চয়েজ দিতে পারেন। যোগ্যতা থাকলে সবগুলো চয়েজই দিবেন। দেওয়ার আগে অবশ্যই বুঝেশুনে দিবেন। এই বিষয়ে জানে এমন কারো পরামর্শ নিবেন। ভাল থাকবেন। সবার জন্য শুভ কামনা।
সূত্র: ইন্টারনেট
No comments