৩৩ তম বিসিএস
৩৩ তম বিসিএ |
৩৩ তম বিসিএসঃ
৮১. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
ক. ১৭
খ. ১৫
গ. ২০
ঘ. ১৯
সমাধান : ১৫
৮২. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
ক. নিঝুম দ্বীপ
খ. সন্দ্বীপ
গ. দক্ষিণ তালপট্টি
ঘ. কুতুবদিয়া
সমাধান : দক্ষিণ তালপট্টি
৮৩. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
ক. যশোর
খ. কুষ্টিয়া
গ. মেহেরপুর
ঘ. চুয়াডাঙ্গা
সমাধান : মেহেরপুর
৮৪. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
ক. ভোলা
খ. নোয়াখালি
গ. চট্টগ্রাম
ঘ. কক্সবাজার
সমাধান : কক্সবাজার
৮৫. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি?
ক. প্রবাসী শ্রমিক
খ. পাট
গ. রেডিমেড গার্মেন্টস
ঘ. চামড়া
সমাধান : রেডিমেড গার্মেন্টস
৮৬. শালবন বিহার কোথায়?
ক. গাজীপুর
খ. মধুপুর
গ. রাজবাড়ী
ঘ. কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে
সমাধান : কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে
৮৭. সাবাস বাংলাদেশ- ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
ক. টিএসসি মোড়ে
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ. রেসকোর্সে ময়দানে
ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
সমাধান : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
৮৮. এশিয়া কাপ ক্রিকেট, ২০১২ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
ক. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
খ. শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
গ. বাংলাদেশ আর্মি স্টেডিয়াম
ঘ. রাজশাহী স্টেডিয়াম
সমাধান : শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম
৮৯. বাংলাদেশের জাতীয় দিবস কবে?
ক. ১৬ ডিসেম্বর
খ. ৭ মার্চ
গ. ২৬ মার্চ
ঘ. ১৭ এপ্রিল
সমাধান : ২৬ মার্চ
৯০. শ্রীলঙ্কার মুদ্রার নাম কি?
ক. ডলার
খ. পাউন্ড
গ. টাকা
ঘ. রূপী
সমাধান : রূপী
৯১. সার্ক-এর সদস্য দেশ কয়টি?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৯
সমাধান : ৮
৯২. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
ক. মে জে জিয়াউর রহমান
খ. মে জে শফিউল্লা
গ. লে জে এইচ এম এরশাদ
ঘ. জে আতাউল গনি ওসমানী
সমাধান : জে আতাউল গনি ওসমানী
৯৩. বাংলাদেশের রাজধানী কোথায়?
ক. ঢাকা উত্তর
খ. ঢাকা দক্ষিণ
গ. ঢাকা
ঘ. শেরে বাংলা নগর
সমাধান : ঢাকা
৯৪. পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি কোথায় অবস্থিত?
ক. নিউইয়র্ক
খ. লন্ডন
গ. বার্লিন
ঘ. জেদ্দা
সমাধান : লন্ডন
ব্যাখ্যা : বৃহত্তম/ ব্যস্ততম বিমানবন্দর নির্ণয়ের তিনটি মাপকাঠি আছে- একই সাথে বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীসংখ্যা (প্যাসেঞ্জার ট্রাফিক), লোড- আনলোড করা মালামালের পরিমাণ (মেট্রিক টনে হিসেব করা হয়) (কার্গো ট্রাফিক) এবং বিমানবন্দর ব্যবহারকারী মোট বিমানসংখ্যা (ট্রাফিক মুভমেন্ট)। প্যাসেঞ্জার ট্রাফিক ও ট্রাফিক মুভমেন্টের হিসাবে এককভাবে বৃহত্তম বিমানবন্দর আটলান্টা বিমানবন্দর (মার্কিন যুক্তরাষ্ট্র/ আমেরিকা), কার্গো ট্রাফিকের হিসাবে বৃহত্তম হংকং বিমানবন্দর। আর সম্মিলিতভাবে লন্ডনের বিমানবন্দরগুলো (শহরের হিসাবে) সবচেয়ে বেশি যাত্রী বহন করে। অন্যদিকে আয়তনের হিসেবে পৃথিবীর বৃহত্তম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরবের দাম্মামে অবস্থিত, জেদ্দায় নয়। সুতরাং সঠিক উত্তর হওয়া উচিত লন্ডন।
৯৫. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
ক. কাসপিয়ান
খ. বৈকাল
গ. মানস সরোবর
ঘ. ডেড সী (Dead Sea)
সমাধান : বৈকাল
৯৬. পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?
ক. ভারত মহাসাগরে
খ. আটলান্টিক মহাসাগরে
গ. প্রশান্ত মহাসাগরে
ঘ. উত্তর মহাসাগরে
সমাধান : প্রশান্ত মহাসাগরে
ব্যাখ্যা : প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর গভীরতম স্থান।
৯৭. ২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
ক. লন্ডন
খ. বার্লিন
গ. ব্রাজিল
ঘ. আর্জেন্টিনা
সমাধান : ব্রাজিল
৯৮. শিল্পী জয়নুল আবেদীনের সংগ্রহশালাটি কোথায়?
ক. ঢাকায়
খ. ময়মনসিংহে
গ. চট্টগ্রামে
ঘ. নড়াইলে
সমাধান : ময়মনসিংহে
৯৯. বাংলাদেশের কোন ছবি সম্প্রতি কোলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার লাভ করে?
ক. ওরা এগার জন
খ. গেরিলা
গ. আবার তোরা মানুষ হ
ঘ. স্টপ জেনোসাইড
সমাধান : গেরিলা
১০০. বাংলাদেশের আপীল বিভাগের মোট বিচারক কতজন?
ক. ১১
খ. ২১
গ. ৯
ঘ. ১৫
সমাধান : ১১
No comments