বাংলাদেশ
১। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
উত্তরঃ ক. ১৯২১
২। উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে—
উত্তরঃ জামালগঞ্জে
উত্তরঃ জামালগঞ্জে
৩। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ পুনঃপ্রবর্তন করা হয়—
উত্তরঃ ২০০৯ সালে
৪। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ করতোয়া
৫। ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর ট্রেন কোনটি?
উত্তরঃ জয়ন্তিকা
৬। দহগ্রাম ছিটমহলটি কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট
৭। ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়?
উত্তরঃ ইউরিয়া
উত্তরঃ ইউরিয়া
৮। মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দের্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা ধরা নিষেধ?
উত্তরঃ ২৩
উত্তরঃ ২৩
৯। বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় ১৯৭২ সালের—
উত্তরঃ অক্টোবর
উত্তরঃ অক্টোবর
১০। বাংলাদেশে সরকারি জাহাজনির্মাণ কারখানাটি কোথায় অবস্থিত?
উত্তরঃ খুলনা
উত্তরঃ খুলনা
১১। ‘পুনর্ভবা’ কোন নদীর উপনদী?
উত্তরঃ মহানন্দা
উত্তরঃ মহানন্দা
১২. ‘জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী।’ এটি কার ঘোষণা?
উত্তরঃ দুদুমিয়া
উত্তরঃ দুদুমিয়া
১৩। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
উত্তরঃ পঞ্চগড়
উত্তরঃ পঞ্চগড়
১৪। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান—
উত্তরঃ সপ্তম
১৫. হিমছড়ি কোন শহরের কাছে অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
উত্তরঃ সপ্তম
১৫. হিমছড়ি কোন শহরের কাছে অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার
১৬। বাংলার রাজধানী ঢাকা থেকে স্থানান্তর করেন—
উত্তরঃ মুর্শিদকুলী
উত্তরঃ মুর্শিদকুলী
১৭। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উত্তরঃ মন্ত্রী
উত্তরঃ মন্ত্রী
১৮। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম—
উত্তরঃ জিনজিরা
উত্তরঃ জিনজিরা
১৯। লোকশিল্প জাদুঘরটি অবস্থিত—
উত্তরঃ সোনারগাঁয়
উত্তরঃ সোনারগাঁয়
২০। ইউনিয়ন পরিষদের সদস্যসংখ্যা কত? (চেয়ারম্যানসহ)
উত্তরঃ ১৩ জন
উত্তরঃ ১৩ জন
No comments