বাংলাদেশের পানি সম্পদ



1: বাংলাদেশের ভূ-অভ্যন্তরে পানি ব্যয়ভারের ক্ষতিকর প্রভাব কী?
উ: আর্সেনিক দূষণ।

2: আর্সেনিকের সংকেত কী?
উ: AS

3: বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পড়ে কবে?
উ: ১৯৯৩ সালে।

4: বাংলাদেশে প্রথম আর্সেনিক ধরা পরে কোন জেলায়?
উ: চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

5: বাংলাদেশের কয়টি জেলা আর্সেনিক আক্রান্ত?
উ: ৬১ টি।

6: আর্সেনিক কত প্রকার ও কী কী?
উ: ২ প্রকার। যথা- (১) জৈব আর্সেনিক,(২) অজৈব আর্সেনিক।

7: বাংলাদেশ ভারত পানির চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উ: ১২ ডিসেম্বর,১৯৯৬ সালে।

8: পানি চুক্তি কয়টি ভাষায় সম্পাদিত হয়?
উ: ৩ টি . যথা : বাংলা, হিন্দি ও ইংরেজি।

9: বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে?
উ: ভিটামিন B।

No comments

Powered by Blogger.