আন্তর্জাতিক
১। অান্তর্জাতিক অাদালতের বিচারকের সংখ্যা কত?
উঃ ১৫ জন।
২। অান্তর্জাতিক অাদালতের একজন বিচারক কত বছরের জন্য নির্বাচিত হয়?
উঃ ৯ বছর।
৩। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উঃ ট্রিগভেলি।
৪। মার্কিন যুক্তরাষ্ট্র UNESCO ত্যাগ করেছিল কত সালে?
উঃ ১৯৮৫ সালে।
৫। ইউনেষ্কোর প্রধান কার্যালয় কোথায়?
উঃ প্যারিস।
৬। WTO -এর সদর দপ্তর কোন শহরে?
উঃ জেনেভা।
৭। IAEA-এর বর্তমান নির্বাহী প্রধান কে?
উঃ ইউকিয়া অামানো (জাপান)।
৮। League of Arab States -এর বর্তমান সদর দপ্তর কোথায়?
উঃ কায়রো।
৯। অান্তর্জাতিক রোটারি সংস্থার প্রতিষ্ঠাতা কে?
উঃ Paul Harris.
১০। অান্তর্জাতিক রোটারি সংস্থা কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯০৫ সালে।
No comments