কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর


1. অদম্য ষাড়ের ভাস্কর্য "ওয়াল স্ট্রিট আইকন" কোথায় অবস্থিত?
উত্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

2. সাংবাদিকতার নোবেল হিসেবে পরিচিক পুরস্কারের নাম কি?
উত্তর পুলিৎজার পুরস্কার

3. কোন বাংলাদেশি স্থপতি স্থাপত্য শিল্পের আইনস্টাইন নামে পরিতিত?
উত্তর: এফ আর খান

4. ২০১৭ সালের জন্য 'product of the year' ঘোষণা করা হয় কোন পণ্যকে?
উত্তর: চামড়াজাত পণ্যকে

5. 'বিআইডব্লিউটিএ' ইকোপার্কটি কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: শীতলক্ষা

6. সম্প্রতি বঙ্গবন্ধুর নামে সরকের নামকরণ করা হয় কোথায়?
উত্তর:নয়াদিল্লী,ভারত৷

7. "সত্যের মুখোমুখি হোন, ইতিহাসকে জানুন" এটি কোন জাদুঘরের স্লোগান?
উত্তর: মুক্তিযুদ্ধ জাদুঘর

8. ১০ এপ্রিল, ২০১৭ জাতিসমঘের মহাসচিব কাকে UN Messenger of Peace হিসেবে মনোনিত করেন?
উত্তর:মালালা ইউসুফজাইকে

9. ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি?
উত্তর: এলিসি প্রাসাদ

10. ইমানুয়েল ম্যাখঁ এর রাজনৈতিক দলের নাম কি?
উত্তর: En Marche!(On the move)

11. বর্তমানে জিব্রাল্টার দ্বীপ নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ চলছে?
উত্তর: যুক্তরাজ্য ও স্পেন

12. সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরে কতটি সরকারী চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়?
উত্তর: ৬টি চুক্তি এবং ১৬টি সমঝোতা স্মারক

13. সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর ভুটান সফরে কতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়?
উত্তর: ২টি চুক্তি এবং ৩টি সমঝোতা স্বারক

14. ব্রিটিশ পার্লামেন্টে BREXIT বিল চুড়ান্তভাবে অনুমোদিত হয় -
উত্তর:১৩মার্চ, ২০১৭

15. ২০১৭ সালে যুক্তরাষ্ট্র যে দেশে 'থাড' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা স্থাপন করে-
উত্তর: দক্ষিন কোরিয়া

16. বাংলাদেশের প্রথম পানি জাদুঘর -
উত্তর: কলাপাড়া,পটুয়াখালি

17. বালাদেশের প্রথম মেরিন জাদুঘর-
উত্তর: কুয়াকাটা, পটুয়াখালি

18. মুজিব নগর স্মৃতিসৌধের স্থপতির নাম কি?
উত্তর: তানভীর করিম

19. তামাক উৎপাদনে শীর্ষ জেলা?
উত্তর: কুষ্টিয়া

20. ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশেরকতজন বোলার হ্যাট্রিক করেন ?
উত্তর:৭জন(টেস্টে-২জন, ওয়ানডে-৫জন)

21. ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিতহচ্ছে চ্যাম্পিয়ন ট্রপির কততম আসর?
উত্তর:৮ম

22. অসমাপ্ত আত্মজীবনী মোট কতটি ভাষায় অনূদিত হয়?
উত্তর:৬টি

23. বে অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপিত হবে?
উত্তর: গাজীপুর

24. NATO'র ২৯তম সদস্যদেশ পদ লাভ করবে কোন দেশ?
উত্তর: মন্টিনিগ্রো

25. কৃত্রিম ডিম উৎপাদন ওবাজারজাতকারী দেশ কোনটি?
উত্তর: চীন, ২০০৪ সাল থেকে

26. যুক্তরাষ্ট্র কোনদেশে সর্বাধিক রপ্তানি করে?
উত্তর: কানাডা

27. যুক্তরাষ্ট্র কোনদেশ দেশ থেকে সর্বাধিক আমদানি করে?
উত্তর: চীন


28. চীনের নিজস্ব তৈরি প্রথম হিমানবাহী রণতরীর নাম কি?
উত্তর:টাইপ 001A; ২৬ এপ্রিল ২০১৭ যাত্রা শুরু করে


29. এশিয়ার বাঘ বলতে সাধারণত কোন চারটি দেশকে বোঝানো হয়?
উত্তর:হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান


30. জাতিসংঘের সর্বকনিষ্ঠ শান্তিদূত কে?
উত্তর: মালালা ইউসুফজাই


31. PTA এর পূর্ণরুপ কি?
উত্তর: Preferential Trade Agreement


32. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি এর বর্তমান প্রশাসক কে?
উত্তর: অসিম স্টেইনার;জার্মানি


33. হিমালয় এনার্জি কোম্পানি লিমিটেড কোন দেশ ভিত্তিক?
উত্তর: চীন


34. শেভরন কোন দেশভিত্তিক তেল-গ্যাস কোম্পানি?
উত্তর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভ ভিত্তিক

35. মাইক্রোসফট ট্রান্সলেটরে বাংলা ভাষা চালু হয় কবে?
উত্তর: ২০১৭সালে

36. গুগল ট্রান্সলেটরে বাংলা ভাষা চালু হয় কবে?
উত্তর: ২০১১ সালে

37. সার্চ জায়ান্ট গুগল ইউটিউব টিভি চালু করে কবে?
উত্তর: ৫ এপ্রিল, ২০১৭

38. দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১উৎক্ষেপণের দায়িত্বে রয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তর: BTRC

39. বঙ্গবন্ধু-১ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পর কত ডিগ্রি পূর্ব দাগ্রিমাংশে অবস্থান করবে?
উত্তর:১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাগ্রিমাংশ

40. ২০১৭ সালে অনুষ্ঠিতব্য আইসিসিচ্যাম্পিয়ন ট্রপিতে বাংলাদেশি শুভেচ্ছা দূত কে?
উত্তর: হাবিবুল বাশার সুমন


41. বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত?
উত্তর: আগারগাঁও


42. বর্তমানে চামড়াশিল্প নগরী ঢাকার কোথায় অবস্থিত?
উত্তর: সাভার


43. চামড়া গবেষণা ইনস্টিটিউট ঢাকার কোথায় অবস্থিত?
উত্তর: সাভার


44. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যের নাম কি?
উত্তর:বীর


45. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তর: নিকুঞ্জ, ঢাকা


46. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্য 'বীর' - এর মূল ডিজাইনার কে ?
উত্তর হাজ্জাজ কায়সার


47. বর্তমানে দেশে কার্যক্রম চলছে এমন সরকারি বিশ্ববিদ্যালয় কতটি ?
উত্তর: ৩৯টি


48. বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর: ৩টি


49. রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ?
উত্তর: অধ্যাপক ডা. মাসুম হাবিব


50. চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ?
উত্তর: অধ্যাপক ডা. ইসমাইল খান


51. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)- এর প্রথম এমেরিটাস অধ্যাপক কে ?
উত্তর: ড. এমএ সাওার মন্ডল


52. ফরাসি ভাষায় "অসমাপ্ত আত্বজীবনী" প্রকাশিত হয় কবে ?
উ: ২৬ মার্চ ২০১৭


53. বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্বজীবনী" ফরাসি ভাষায় অনুবাদ করেন কে?
উত্তর: প্রফেসর ফ্রান্স ভট্টাচার্য


54. হিন্দি ভাষায় "অসমাপ্ত আত্বজীবনী" প্রকাশিত হয় কবে?
উত্তর: ৮ এপ্রিল ২০১৭


55. বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্বজীবনী" হিন্দি ভাষায় অনুবাদ করেন কে ?

উত্তর:ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়


56. বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্বজীবনী" আরবি ভাষায় অনুবাদ করে কে ?
উত্তর: ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রনালয়

57. বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্বজীবনী" কোন কোন ভাষায় অনুবাদ হয়েছে?
উত্তর: ইংরেজি, জাপানি, চীনা, আরবি, ফরাসি, হিন্দি


58. 'ফাদার অব অল বোম্বস' (FOAB) কোন দেশের তৈরি ?
উত্তর: রাশিয়া


59. 'মাদার অব অল বোম্বস' (MOAB) কোন দেশের তৈরি?
উত্তর: যুক্তরাষ্ট্র


60. আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ কোন সাল?
উত্তর:২০১৯


61. ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নতুন গভর্নর কে?
উত্তর: আনিস বাসউইদেন


62. দক্ষিন এশিয়ার দীর্ঘতম সেতুর নাম কি?
উত্তর: ঢোলা-সাদিয়া সেতু


63. দক্ষিন এশিয়ার দীর্ঘতম সেতু ঢোলা- সাদিয়া কোন দেশে অবস্থিত?
উত্তর: ভারত


64. বিশ্ব খাদ্য কর্মসূচী (WFP) -এরবর্তমান নির্বাহী পরিচালক কে?
উত্তর:ডেবিড বিয়াসলে (যুক্তরাষ্ট্র)


65. ‌বিশ্ব শুল্ক সংস্থা (WCO) -বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর: ১৮১টি

66. ৩ মার্চ ২০১৭ কোন দেশ WCO- এর১৮১তম সদস্যপদ লাভ করে?
উত্তর:কসোভো


67. ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন(IPU)- এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তর:১৭৩টি


68. ২ এপ্রিল ২০১৭ কোন দুটি দেশ IPU -এর সদস্যপদ লাভ করে ?
উত্তর: ট্যুভালু ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র


69. ২০১৬ সালে প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর: ভারত


70. ২০১৬ সালে প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: অষ্টম

71. প্রবাসী আয় বা রেমিটেন্স কোন দেশের জিডিবি'তে সর্বাধিক অবদান রাখে?
উত্তর: কিরগিজস্তান


72. ২০১৭ সালের ভ্রমন ও পর্যটন প্রতিযোগিতা সূচকে শীর্ষদেশ কোনটি?
উত্তর:স্পেন


73. ২০১৭ সালের ভ্রমন ও পর্যটন প্রতিযোগিতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
উত্তর:ইয়েমেন


74. ২০১৭ সালের ভ্রমন ও পর্যটন প্রতিযোগিতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম ?
উত্তর: ১২৫তম

75. সক্রিয় ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্র
76. সক্রিয় ফেসবুক ব্যবহারে বিশ্বে শীর্ষ শহর কোনটি?
উত্তর:ব্যাংকক

77. সক্রিয় ফেসবুক ব্যবহারে বিশ্বে ঢাকা শহরের অবস্থান কততম?
উত্তর:দ্বিতীয়

78. ‌বিদ্যুৎ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির তালিকায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তর:ভারত

79. ‌বিদ্যুৎ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির তালিকায় বিশ্বের বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর:পঞ্চম

80. ৩০তম ASEAN শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর:২৮-২৯ এপ্রিল ২০১৭

81. ৩০তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ম্যানিলা, ফিলিপাইন

82. ৪৩তম জি-৭ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর:২৬-২৭ মে ২০১৭

83. ৪৩তম জি-৭ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: সিসিলি, ইতালি

84. ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (IPU)-এর ১৩৬তম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তর: ১-৫ এপ্রিল ২০১৭

85. IPU-এর ১৩৬তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর:ঢাকা, বাংলাদেশ

86. বাংলাদেশের টি২০ ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক কে?
উত্তর:সাকিব আল হাসান

87. ২৮ মার্চ ২০১৭ ওয়ানডে ক্রিকেটের ৪১তম হ্যাটট্রিক করেন কে?
উত্তর: তাসকিন আহমেদ(বাংলাদেশ)

88. ৬ এপ্রিল ২০১৭ টি২০ ক্রিকেটের পঞ্চম হ্যাটট্রিক করেন কে?
উত্তর: লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)

89. কোন বিশ্ববিদ্যালয়ে সমুদ্র গবেষণা কেন্দ্র স্থাপিত হচ্ছে?
উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়

90. বিশ্ব অর্থনৈতিক ফোরাম(WEF) -এর ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে বাংলাদেশকে কি নামে অবহিত করা হয়?
উত্তর: এশিয়ার 'নতুন বাঘ'

No comments

Powered by Blogger.