বিজ্ঞান ০১



১. প্রশ্ন : আকাশ নীল দেখায় কেন?
উত্তর : নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি।

 ২. প্রশ্ন : মুখ্য রং কোন তিনটি?
উত্তর : লাল, নীল, সবুজ।

৩. প্রশ্ন : দৃশ্যমান বর্ণালির ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?
উত্তর : বেগুনি।

৪. প্রশ্ন : দৃশ্যমান বর্ণালির বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর?
 উত্তর : লাল।

৫. প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগে?
উত্তর : ৮ মিনিট ২০ সেকেন্ড।

৬. প্রশ্ন : বায়ু মন্ডলের ওজনস্তর ধংসের জন্য দায়ী কে? 
উত্তর : ক্লোরোফ্লোরো কার্বন (সিএফসি)।

৭. প্রশ্ন : বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ কেমন হয়?
উত্তর : একই হয়।

৮. প্রশ্ন : সাধারণ বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়?
উত্তর : নাইট্রোজেন। 

৯. প্রশ্ন : বিদ্যুৎকে কাজে লাগানোর জন্য কার অবদান বেশি?
উত্তর : বিজ্ঞানী ভোল্ট।

১০. প্রশ্ন : শুষ্ক কোষে তড়িৎ চালক শক্তি কত?
উত্তর : ১.৫ ভোল্ট।

১১. প্রশ্ন : বৈদ্যুতিক একক কী? 
উত্তর : ওয়াট।

১২. প্রশ্ন : বৈদ্যুতিক এক ইউনিট সমান?
উত্তর : এক কিলোওয়াট/আওয়ার।

১৩. প্রশ্ন : বিদ্যুৎ পরিবাহকের রোধের একক কী?
উত্তর : ওহম।

 ১৪. প্রশ্ন : চুম্বকের আকর্ষণ সবচেয়ে বেশি কোথায়?
উত্তর : মেরু বিন্দুতে।

১৫. প্রশ্ন : মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন?
উত্তর : নিউটন।

১৬. প্রশ্ন : বৃষ্টির ফোটা গোলাকার হওয়ার কারণ কী? 
উত্তর : ফোটার চারদিকে বাতাসের সমান চাপ।

১৭. প্রশ্ন : কে প্রথম রোবট আবিষ্কার করেন?
উত্তর : উইলিয়াম গে ওয়ালটার।

১৮. প্রশ্ন : সূর্যের শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?
উত্তর : পরমাণু ফিউশন। 

১৯. প্রশ্ন : প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত?
উত্তর : ৫০টি।

২০. প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণয়ক যন্ত্রের নাম কী?
উত্তর : ট্যাকমিটার।

No comments

Powered by Blogger.