বিজ্ঞান ০২




1. বিশ্বে ইন্টারনেট চালু হয় = ১৯৬৯ সালে

2. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় = ১৯৯৩ সালে।

3. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় = ১৯৯৬ সালে।

4. বাংলাদেশে 3g চালু হয় =14 OCTOBER, 2012

5. বাংলাদেশে ৪জি চালু হয় =১৯ ফেব্রুয়ারি , ২০১৮

6. বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন =১২ মে , ২০১৮ ।

7. বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার ‘‘ IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে

8. ২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।

9. বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন করেছেন=মহিষের

10. ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন. ড. মাকসুদুল আলম

11. ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন । নাম=অসবর্ন-১

12. বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত=যুক্তরাষ্ট্রের আটলান্টায়

13. বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু হয় = ২৮ফেব্রুয়ারি:২০১৩

14. বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী প্রথম ল্যাপটপ –এর নাম= দোয়েল

15. জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু করে=২১ ফ্রেব্রুয়ারি:২০১৩

16. বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘ পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় == ১৩ এপ্রিল, ২০১৩

17. বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট ‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় June, 2009, Banglalion

18. বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয়= ১৯৯৯ সালে, বনানীতে।

19. বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম = সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।

20. বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়= ৪ জানুয়ারী, ১৯৯০।

21. বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়- ১৯৯২ সালে।

22. প্রথম ডিজিটাল জেলা= যশোর

23. প্রথম ওয়াই ফাই নগর= সিলেট

24. সাইবার সিটি= সিলেট

25. প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ= মিঠাপুকুর ,রংপুর



No comments

Powered by Blogger.