বাংলাদেশ সম্প্রতি


বাংলাদেশ সম্প্রতিঃ
চাকুরীর পরীক্ষায় অধিকতর এই প্রশ্নগুলো দেখা যায়

1 . দেশের ৮ম বিভাগ হতে যাচ্ছে = ময়মনসিংহ বিভাগ।

2 . দেশের ৬৫তম জেলা হবে = ভৈরব।

3 . দেশের ৩য় সমুদ্র বন্দর = পায়রা সমুদ্র বন্দর।

4 . বর্তমানে মাথাপিছু আয় = ১৩১৬ মার্কিন ডলার।

5 . জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) = ১০১৫ জন।

6 . দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা = ১১০টি। 

7 . জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা = ১২ জন।

8 . সম্প্রতি বাংলাদেশ বিমান বহরে যুক্ত হওয়া নতুন উড়োজাহাজের নাম = রাঙাপ্রভাত।

9 . দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম = এম ভি বাঙালি।

10 . প্রস্তাবিত অটিস্টিক একাডেমি স্থাপিত হবে = ঢাকার মহাখালীতে।

11 . পদ্মা সেতু নির্মাণ করবে = চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি।

12 . বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় = স্থায়ী সালিশি আদালত (নেদারল্যান্ডস)।

13 . বাংলাদেশ-ভারতের সমুদ্র সীমা নির্ধারণী মামলার রায় হয় = ৭ জুলাই ২০১৪.

14 . বাংলাদেশ-ভারতের মধ্যে বিরোধপূর্ণ সমুদ্রসীমার মধ্যে = ১৯৪৬৭ বর্গ কি.মি. বাংলাদেশ লাভ করে।

15 . গ্রামঃ ৮৭,৩৭২/৮৭,১৯১টি

16 . ইউনিয়নঃ ৪৫৫০টি

17 . থানাঃ ৬৩৯টি

18 . উপজেলাঃ ৪৮৯টি

19 . পৌরসভাঃ ৩২৫টি

20 . জেলাঃ ৬৪টি

21 . সিটি করপোরেশনঃ ১১টি

22 . বিভাগঃ ৮টি

23 . বোর্ডঃ ১০টি

24 . স্থল বন্দরঃ ২২টি

25 . ইপিজেডঃ ৯টি (১টি বেসরকারি)

26 . চা বাগানঃ১৬৬টি

27 . মোট ব্যাংকঃ ৫৬টি

28 . বেসরকারি ব্যাংকঃ ৩৯টি

29 . বিদেশি ব্যাংকঃ ৯টি

30 . বাণিজিক ব্যাংকঃ ৫টি

31 . ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানঃ৩১টি/৩৩টি

32 . গ্যাস কুপঃ ২৬টি

33 . প্রাথমিক বিদ্যালয়ঃ৬৩,৩৬৫টি

34 . সরকারি মাধ্যমিক বিদ্যালয়ঃ ৩৩৩টি

35 . সরকারি কলেজঃ ২৬০টি

36 . বেসরকারি কলেজঃ ১৪৭১টি

37 . পাবলিক বিশ্ববিদ্যালয়ঃ ৩৮টি

38 . বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ৯টি

No comments

Powered by Blogger.