৩৮ তম বিসিএস
সাধারণ জ্ঞানঃ
৭১. প্রাচীন বাংলায় হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা -
উত্তরঃ চট্টগ্ৰাম
৭২. নিম্নের মোঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্নজীবনী লিখেছিলেন?
উত্তরঃ বাবর
৭৩. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের -
উত্তরঃ ফেব্রুয়ারিতে
৭৪. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ এ.এইচ.এম.কামরুজ্জামান
৭৫. কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল?
উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদ
৭৬. ১৯৫৪ সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না-
উত্তরঃ নবাব স্যার সলিমুল্লাহ
৭৭. জুম চাষ হয় –
উত্তরঃ খাগড়াছড়িতে
৭৮. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক আছে কোথায়?
উত্তরঃ রাঙ্গামাটি জেলায়
৭৯. বাংলাদেশের প্রথম আদমশুমারী হয় কবে?
উত্তরঃ ১৯৭৪ সালে
৮০. বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান –
উত্তরঃ ক্রমহ্রাসমান
৮১. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক কি?
উত্তরঃ বাংলাদেশ কৃষি ব্যাংক
৮২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমতার কথা বলা হয়েছে? উত্তরঃ ধারা ২৭
৮৩. বাংলাদেশ ইকোনমিক রিভিউ, ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে) – উত্তরঃ ২৯
৮৪. ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা –
উত্তরঃ ৭.৪০%
৮৫. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল –
উত্তরঃ ৫.৯২%
৮৬. বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানী হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় –
উত্তরঃ প্রাকৃতিক গ্যাস
৮৭. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল –
উত্তরঃ ৫ বছর
৮৮. দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে –
উত্তরঃ কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না
৮৯. কোনটি স্থানীয় সরকার নয়?
উত্তরঃ পল্লী বিদ্যুৎ
৯০. আইন প্রণয়নের ক্ষমতা –
উত্তরঃ জাতীয় সংসদের
৯১. সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না, কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে –
উত্তরঃ সুশীল সমাজ
৯২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যুনতম বয়স –
উত্তরঃ ৩৫ বছর
৯৩. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিতে কয়টি খাতে ভাগ করা হয় –
উত্তরঃ ১৫ টি
৯৪. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরী করেন?
উত্তরঃ মুশফিক
৯৫. নীচের কোনটি নাগরিকের দায়িত্ব?
উত্তরঃ রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
৯৬. মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে?
উত্তরঃ ৩ টি
৯৭. পার্বত্য চট্রগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯৯৭ সালে
৯৮. বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
উত্তরঃ ব্র্যাক অন্বেষা
৯৯. বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্র সীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিষ্পত্তি হয়?
উত্তরঃ International Tribunal for the Law of the Sea
১০০. বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে –
উত্তরঃ চীন থেকে
১০১. ২০২২ সালে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তরঃ কাতার
১০২. ইসলামী সহযোগিতা সংস্থা (ও আই সি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছেঃ
উত্তরঃ ৩ টি
১০৩. নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছেঃ
উত্তরঃ মার্কসবাদ
১০৪. সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস. ডি. আই) এর জনপ্রিয় নাম কি ছিল?
উত্তরঃ তারকা যুদ্ধ
১০৫. ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
উত্তরঃ ১৯৫ জাতি
১০৬. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় কত সালে?
উত্তরঃ ১৯৮২ সালে
১০৭. গুয়ার্ম এর গভর্ণরের নাম কি?
উত্তরঃ এ্যডি ক্যালভো
১০৮. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছে কে?
উত্তরঃ ভি. আই. লেনিন
১০৯. দুই বা ততোধিক প্রতিদ্বন্দী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে কি বলা হয়?
উত্তরঃ বাফার রাষ্ট্র
১১০. পিং পং এর অর্থ কি?
উত্তরঃ টেবিল টেনিস
১১১. বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছে কোন দেশ?
উত্তরঃ চীন
১১২. কোনটি জাতিসংঘের সহযোগী নয়?
উত্তরঃ ASEAN
১১৩. সার্কের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ কাঠমান্ডু
১১৪. ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত করে?
উত্তরঃ UNO
১১৫. নিম্নের কোন কার্যক্রমের সাথে অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল যুক্ত ?
উত্তরঃ মানবাধিকার সংরক্ষণ
১১৬. UNHCR এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ জেনেভা
১১৭. ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?
উত্তরঃ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
১১৮. “Imperialism, the Highest Stage of Capitalism” বইটি কার লেখা?
উত্তরঃ ভি আই লেনিন (Vladimir Lenin)
১১৯. প্রাকৃতিক আইনের উদ্ভব হয় কবে?
উত্তরঃ গ্রীক, খৃষ্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে
১২০. ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
উত্তরঃ মন্ট্রিল প্রটোকল
১২১. ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পূরাতন ভূমিরুপ গঠিত হয় কোন যুগে?
উত্তরঃ টারশিয়ারী যুগে
১২২. বাংলাদেশের এফ. সি. ডি. আই প্রকল্পের উদ্দেশ্য কি?
উত্তরঃ বন্যা নিয়ন্ত্রন, পানি নিষ্কাশন, পানি সেচ
১২৩. বাংলাদেশের জলবায়ু কী ধরনের?
উত্তরঃ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
১২৪. নিচের কোন জেলাতে প্লাইষ্টোসিন চত্বরভূমি রয়েছে?
উত্তরঃ গাজীপুর
১২৫. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?
উত্তরঃ সাভানা
প্রশ্নের অপশন দিলে ভালো হয়
ReplyDelete