৩৭ তম বিসিএস



সাধারণ জ্ঞান অংশঃ

২. বাংলাদেশের টেস্ট ত্রিকেট মর্যাদা পায় কত সালে?
উত্তরঃ ২০০০

৩. পূর্ববঙ্গ ও আসাম প্রশেদ গঠন কালে বৃটিশ গভর্নর কে ছিলেন?
উত্তরঃ লর্ড কার্জন

৬. আদম শুমারি অনুযায়ী হাউজহোল্ড প্রতি জনসংখ্যা কত ?
উত্তরঃ ৪.৪

৮. অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত?
উত্তরঃ ৭.০৫

৯. সরকারী ইপিজেড কতটি?
উত্তরঃ ৮ টি

১০. টারসিয়ারী পাহাড় কত প্রকার?
উত্তরঃ ২ প্রকার

১১. বেশি রপ্তানি হয় কোন দেশে?
উত্তরঃ চীন

১২. আলুর জাত কোনটি?
উত্তরঃ ডায়ামন্ড

১৩. প্রথম মোবাইল ব্যাংকিং
উত্তরঃ ডাচ-বাংলা ব্যাংক

১৪. বেশি ধান উৎপন্ন হয়?
উত্তরঃ বোরো

১৫. ট্যারিফ কমিশন
উত্তরঃ বাণিজ্য মন্ত্রাণালয়

১৬. হাজংদের বসবাস নেই কোথায়?
উত্তরঃ সিলেটে

১৭. মাত্র ১ সংসদীয় আসন কোথায়?
উত্তরঃ রাঙামাটি

১৮. ধীরে বহে মেঘনা কার লেখা?
উত্তরঃ আলমগীর কবির

১৯. জাতীয় সংসদে কাউন্টিং কি?
উত্তরঃ স্পিকারের ভোট

২০. নারি পুরুষের অনুপাত কত?
উত্তরঃ ১০০:১০০.৩

২১. NILG কি?
উত্তরঃ National Institute of local govet.

২২. ১৯৫৪ সালে নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি?
উত্তরঃ নেীকা

২৩. বাংলাদেশকে স্বীকৃতি অনারব মুসলিম দেশ?
উত্তরঃ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া

২৪. ৬ দফা-
উত্তরঃ ম্যাগনা কাটা

২৫. ডেলা মরিস স্টেলা-
উত্তরঃ ‍ডেনমার্ক

২৬. বেনাপল-
উত্তরঃ পেট্রোপল

২৭. সিভিল সার্ভিস ক্যাডার এর পদ কতটি?
উত্তরঃ ২৭

২৮. বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক কোনটি?
উত্তরঃ বীর বিক্রম

২৯. বাংলাদেশের মানুষের আয়ুস্কাল কত?
উত্তরঃ ৭০.৮

No comments

Powered by Blogger.