৩৫ তম বিসিএস
৩৫ তম বিসিএস |
৩৫ তম বিসিএস, সেট কোড ৩
1. সোয়াচ অব নো গ্রাউন্ড – বঙ্গোপসাগর
2. বাগদা চিংড়ি রপ্তানি – আশির দশক
3. প্রশাসনিক ট্রাইবুনাল – 117 নং অনুচ্ছেদ
4. বেসরকারি টিভি চ্যানেল – 27টি
5. অলিভ টারটল পাওয়া যায় – সেন্ট মার্টিন দ্বীপে
7. প্রান্তিক হ্রদ – বান্দরবন
9. মহাস্থবীর শীলভদ্র – নালন্দা বিহার
10. খাসিয়া গ্রাম – পুঞ্জি
11. লর্ড ক্যানিং – পুলিশ ব্যবস্থা
13. পাকিস্তানের গণপরিষদে বাংলা ভাষা – ধীরেন্দ্রনাথ দত্ত
14. তিন কণ্যা- কামরুল হাসান।
15. যশোর জেলায় – ভবদহ বিল
17. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা – 2014 – সাক্ষরতার হার – 57.9%
18. মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক – বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমান
22. জীবনঢুলি মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র
23. ওয়ানডে অভিষেকে পাঁচ উইকেট – তাসকিনআহমেদ
28. 360 আউলিয়ার দেশ – সিলেট
30. ম্যানগ্রোভ বন – উপকূলীয় বন।
31. নেপালের সর্বশেষ রাজা ছিলেন – রাজা জ্ঞানেন্দ্র
32. বেলফোর ঘোষণা – ইহুদের জন্য একটি জাতি রাষ্ট্র ঘোষণা
34.ডমিনো তত্ত্বটি – দক্ষিণ- পূর্ব এশিয়া জন্য প্রযোজ্য
ব্যাখ্যা : পঞ্চাশের দশকে ইন্দোচীনে যখন সমাজতন্ত্রীরা একের পর এক রাষ্ট্রে ক্ষমতাসীন হচ্ছিল, তখন যুক্তরাষ্ট্র এই ‘ডমিনো তত্ত্ব’র কথা প্রচার করেছিল। উদ্দেশ্য ছিল একটাই, সমাজতন্ত্রীদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপ। ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে। ইন্দোচীনে দক্ষিণ- পূর্ব এশিয়ার অন্তর্গত।
41. ব্রিকস শীর্ষ সম্মেলন – ব্রাজিল
42. উইঘুর হলো (ঘ) চীনের একটি সম্প্রদায়…
44. মংডু -ক বাংলাদেশ ও মায়ানমরের সীমান্ত এলাকা
45. কার্টাগেনা প্রোটোকল হচ্ছে – জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
46. মন্ট্রিল প্রোটোকল সংশোধন হয় – 4 বার
47. the art of war- সন জু
48. নিউ সিল্ক রোড – চীন
49. বিশ্ব প্রাণি দিবস – 4 অক্টোবর
50. WIPO – জেনেভা
52. পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয় –.ভূমিকম্প।
53. ভারতের রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই – নাগাল্যান্ড।
54. ঝুম চাষ পদ্ধতি – চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম জেলা
61. ডিএনএ দ্বি -হ্যালিক্স – ওয়াটসন এবং ক্রিক
63. মরুভূমির জাহাজ – উট
65. গোয়েন্দা বিভাগে – এক্স রে
67. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় – বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে।
111. শুদ্ধ বানান- প্রতিযোগিতা
113. আয়নায় প্রতিফলন – Relation
131. পুরষ্কার -বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার — দুটোয় অশুদ্ধ
No comments