৩৬তম বিসিএস


৩৬তম বিসিএস

৩৬তম বিসিএস প্রশ্ন সমাধানঃ
১। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে?

উত্তরঃ ১৫

২। বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?
উত্তরঃ এক কক্ষ

৩। ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তরঃ ১১১টি

৪। বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?
উত্তরঃ ৮৮০ ০১’ ৯২০-৪১’ দক্ষিণ পূর্ব দ্রাঘিমাংশে


৫। বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?

উত্তরঃ ১৯৭৪ সাল


৬। বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?

উত্তরঃ ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬


৭। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?

উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭১


৮। বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

উত্তরঃ অস্ট্রিক


৯। বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?

উত্তরঃ পুন্ড্র


১০। বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?

উত্তরঃ আইন-ই-আকবরী


১১। ঢাকার লালবাগের দূর্গ নির্মাণ করেনঃ

উত্তরঃ শায়েস্তা খান


১২। বাংলার “ছিয়াত্তরের মনন্তর” এর সময় কালঃ

উত্তরঃ ১৭৭০ খ্রীষ্টাব্দ


১৩। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?

উত্তরঃ ৩১ জানুয়ারী ১৯৫২


১৪। ৬ দফা দাবী পেশ করা হয়ঃ

উত্তরঃ ১৯৬৬ সালে


১৫। বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চ ভাষনের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হলঃ

উত্তরঃ পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন


১৬। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?

উত্তরঃ প্রথম ৪টি


১৭। ECNEC এর চেয়ারম্যান বা সভাপতি কে?

উত্তরঃ প্রধানমন্ত্রী


১৮। ‘অগ্নিশ্বর’ কি ফসলের উন্নতজাত?

উত্তরঃ কলা


১৯। বর্তমান সময়ে বাংলাদেশে সরকারের বড় অর্জন কোনটি?

উত্তরঃ সমুদ্র বিজয় (অর্জন…ছিটমহল এসব, বাকি সব চলমান প্রক্রিয়া)


২০। ২৬ মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষনা বঙ্গবন্ধু জারী করেন-

উত্তরঃ ওয়ারলেসের মাধ্যমে


২১। বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয়-

উত্তরঃ অগ্রহায়ণ-পৌষ মাসে


২২। সুন্দরবন-এর কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে?

উত্তরঃ ৬২%


২৩। MDG –এর অন্যতম লক্ষ্য কি?

উত্তরঃ ক্ষুধা ও দারিদ্র দূর করা


২৪। কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?

উত্তরঃ পাঙন


25. ঢাকার ‘ধোলাই খাল কে খনন করেন ? 
উত্তরঃ ইসলাম খান


২৬। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপের দেশঃ

উত্তরঃ পূর্ব জার্মানি


২৭। বাংলাদেশের বৃহত্তর জেলা কতটি?

উত্তরঃ ১৯টি


২৮। ‘শুভলং’ ঝরণা কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ রাঙামাটি


২৯। বাংলাদেশের ঊষনতম স্থানের নাম কি?

উত্তরঃ লালপুর, নাটোর


৩০। বাংলাদেশের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়?

উত্তরঃ ১৭ জানুয়ারী ১৯৭২


৩১। ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা-

উত্তরঃ রামরাম বসু


৩২। ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীয় মুখপাত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয়?

উত্তরঃ জ্ঞানান্বেষণ


৩৩। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি?

উত্তরঃ গ্রামবার্তা প্রকাশিকা


৩৪। নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়নি?
উত্তরঃ শুভেচ্ছা


৩৫। বহুব্রীহি সমাসবদ্ধ পদ:

উত্তরঃ তপোবন


৩৬। নিচের কোনটি বিশেষ্য পদ?

উত্তরঃ গাম্ভীর্য (বাংলা একাডেমী, প-৩৫৫)


৩৭। নিচের কোন শব্দে নত্ব বিধি অনুসারে ণ-এর ব্যবহার হয়েছে।

উত্তরঃ প্রবণ


৩৮। “মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে” –বাক্যটিতে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় –

উত্তরঃ মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না


৩৯। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস ঃ

উত্তরঃ (ক)// নিশ্চিত না


৪০। “Null and Void”- এর বাংলা পরিভাষা –

উত্তরঃ বাতিল


৪১। ‘ হেড মৌলভী’ কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?

উত্তরঃ ইংরেজি + ফার্সি


৪২। ‘রবীন্দ্র’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তরঃ রবি + ইন্দ্র


৪৩। এ যে আমাদের চেনা লোক, চেনা কোন পদ:

উত্তরঃ বিশেষণ


৪৪। প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ

উত্তরঃ উৎকর্ষ


৪৫। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস?

উত্তরঃ কুহেলিকা


৪৬। কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য?

উত্তরঃ বীরাঙ্গনা


৪৭। ‘একখানি ছোট ক্ষেত আমি একেলা’ -রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?

উত্তরঃ সোনার তরী


৪৮। ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি কার লেখা?

উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ


৪৯। কোনটি শওকত ওসমানের রচনা নয়?

উত্তরঃ ভেজাল


৫০। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?

উত্তরঃ বালুচর (জসিমউদ্দিন)


৫১। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

উত্তরঃ ১৯১৪


৫২। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক-

উত্তরঃ পায়ের আওয়াজ পাওয়া যায়


৫৩। কোনটি জসীম উদ্দীনের নাটক?

উত্তরঃ বেদের মেয়ে

৫৪। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
উত্তরঃ শ্রীচৈতন্যদেব

৫৫। মুনীর চৌধুরীর অনুদিত নাটক কোনটি?
উত্তরঃ মুখরা রমণী বশীকরণ

৫৬। কোনটি উপন্যাস নয়?
উত্তরঃ কবিতার কথা

৫৭।‘ বিষাদসিন্ধু’ একটি –
উত্তরঃ ইতিহাস আশ্রয়ী উপন্যাস

৫৮। মধ্যযুগের শেষ কৰি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৭৬০

৫৯। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ ৮টি

৬০। ‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
উত্তরঃ জ+ঞ

৬১। ‘তোহফা’ কাব্যটি কে রচনা করেন?
উত্তরঃ আলাওল

৬২। এন্টনি-ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
উত্তরঃ কবিগান

৬৩। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়।
উত্তরঃ চার ইয়ারী কথা

৬৪। নিচের যে উপন্যাসে গ্রামীন সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি-
উত্তরঃ সীতারাম

৬৫। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসের?
উত্তরঃ নিখিলেস-বিমলা

৬৬। ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?
উত্তরঃ ২

৬৭। লাউসের (Laos) সরকারি নাম কি?
উত্তরঃ Laos People’s Democratic Republic

৬৮। নিচের কোন রাষ্ট্র সর্বাধিক রাষ্ট্রের সাথে সীমান্ত যুক্ত?
উত্তরঃ চীন

৬৯। IAEA –এর সদর দপ্তর হচ্ছেঃ
উত্তরঃ ভিয়েনা

৭০। সার্ক প্রতিষ্ঠিত হয়ঃ
উত্তরঃ ১৯৮৫

৭১। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫

৭২। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত।
উত্তরঃ সিরিয়া

৭৩। মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ আলবেনিয়া

৭৪। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (UNDP) শীর্ষ পদটি কি?
উত্তরঃ প্রশাসক

৭৫। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় Green Climate Fund বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মঞ্জুর করেছে।
উত্তরঃ ১০০ বিলিয়ন ডলার

৭৬। কোন সঙ্কটকে কেন্দ্র করে ১৯৫০ সালের “শান্তি ঐক্য প্রস্তাব” জাতিসংঘের মাধ্যমে পেশ করা হয়?
উত্তরঃ কোরিয়া সংকট

৭৭। সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?
উত্তরঃ ১৮৬৯

৭৮। নিম্মলিখিত কোনটি International mother Earthday?
উত্তরঃ ২২ এপ্রিল

৭৯. প্রেসিডেন্ট-উইন্ড উইলসনের 14 points এ কত নম্বর point এ জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে।
উত্তরঃ ১8

৮০/যুক্তরাষ্ট্রে কবে একক ভাবে ABM (Anti-Ballistic Missile) চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে?
উত্তরঃ জুন ২০০২

৮১ । আরবলীগ প্রতিষ্ঠা পায়-
উত্তরঃ ১৯৪৫

৮২/ “YALTA Conference” এর একটি লক্ষ্য ছিল-
উত্তরঃ জাতিসংঘ প্রতিষ্ঠা

৮৩/ বর্তমানে ন্যামের সদস্য সংখ্যাঃ
উত্তরঃ সঠিক উত্তর নাই (১২০)

৮৪/ War and Peace উপন্যাসের রচয়িতা
উত্তরঃ লিও টলষ্টয়

৮৫. আন্তর্জাতিক রেডক্রস এর সদর দপ্তরঃ
উত্তরঃ জেনেভা

৮৬. সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়-
পাগ-মার্ক

৮৭. বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
উত্তরঃ ৯৯.৯৭ শতাংশ

৮৮. বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতের জলবায়ু পরিবর্তমানের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে?
উত্তরঃ ৩০%

৮৯. দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ২০১৫ কবে জারি হয়েছে?
উত্তরঃ সঠিক উত্তর নেই।

৯০. ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায়-
উত্তরঃ ৭০০-৮০০ কিঃ মিঃ

৯১. ফিশারীজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ চাঁদপুরে

৯২। বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয়?
উত্তরঃ ১৯৯৭ সালে

৯৩. বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত?
উত্তরঃ ৩৯৭৮ কি. মিঃ. অনেক জায়গায় আছে, ৪০৯৬

৯৪. মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ১১.৮ কি. মি.

৯৫. সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে Climate refugee হবে?
উত্তরঃ ৩.৫ কোটি

৯৬. সুনামীর কারণ হলো-
উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমিকম্প

No comments

Powered by Blogger.